কুমিল্লার মুরাদনগর উপজেলার এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে মোট ৩২৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ফলে উপজেলার মোট পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৩৯.০১ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, উপজেলার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। কলেজটির মোট ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে বেশিরভাগ কলেজের ফলাফল আশানুরূপ হয়নি। কুড়েরপাড় আদর্শ কলেজে পাশের হার মাত্র ১৮.৫৭%, বাশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া কলেজে ১৮.৯২%, এবং চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে ২৫.১৩%।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কম পাশের হার মূলত মানসম্মত শিক্ষক সংকট, ক্লাসে উপস্থিতির ঘাটতি ও শিক্ষার্থীদের অধ্যয়ন অনীহার ফল। অন্যদিকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক ও একাডেমিক শৃঙ্খলাকে সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ছাড়া উপজেলার অন্য কোনো কলেজের ফলাফল তেমন সন্তোষজনক নয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে।”