
ফরিদপুরেে ভাঙ্গা স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার বিকাালে নগরকান্দা ফুটবল একাদশ বনাম চরমুকডোবা তরুন সংঘের মধ্যকার ম্যাচে নগরকান্দা ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ গৌরবে নগরকান্দা একাদশের পক্ষ থেকে নগরকান্দাবাসীকে অভিনন্দন জানানো হয়েছে।
নগরকান্দা একাদশ টিমের পরিচালক হুদু মিয়া বলেন “নগরকান্দা একাদশ ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলে আজ বিজয় চ্যাম্পিয়ন হয়েছে, এ বিজয় নগরকান্দাবাসীর বিজয়।আমরাদের খেলোয়াড়রা আগামীতে জেলার বাহিরে গিয়েও ফুটবল খেলে বিজয় উপহার দিবে।আমরা সেভাবে টিম গঠন করবো।
১৮ অক্টোবর ২০২৫