1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ ইঞ্জেকশন উদ্ধার পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে সাংবাদিকদের খেলার সামগ্রী বিতরণ ভাঙ্গার আজিমনগরে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন: নির্বাচনে শক্ত অবস্থানের ঘোষণা সাংবাদিক মোঃ আজিজ মাহফুজের মৃত্যুতে আন্তর্জাতিক প্রেস ক্লাবের গভীর শোক নগরকান্দায় জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ায় থানায় অভিযোগ **ভাঙ্গায় ক্ষুদ্র–প্রান্তিক কৃষকদের মাঝে গম ও সার বিতরণ অব্যাহত ফরিদপুরের সদরপুরে ব্যাপক গণসংযোগে জনআস্থা অর্জন করছেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা ডায়মন্ড সিমেন্ট বাজারে আনলো প্রথম এফসিআর এক্সপার্ট সিমেন্ট এক্সট্রা পাওয়ার

সাভারে বাড়ি ফেরার পথে তরুণী ধর্ষণের শিকার, থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বাড়ি ফেরার পথে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই তরুণী তিন ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন।

তাঁরা হলেন, সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭), একই এলাকার বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভূক্তভোগী ওই তরুণী শিক্ষার্থী (২৫)। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি সাভারে একটি ছাত্রকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরেন। বাসায় গিয়ে তিনি দেখতে পান, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানীর কাছে চাবি দিয়ে গেছেন। পরে চা-দোকানির বাড়ি থেকে চাবি নিয়ে বাসায় ফিরছিলেন তরুণী। পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে সোহেল রোজারিও তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেসাবাদ করেন। কিছু দূর যাওর পর সোহেলের সঙ্গে অপর দুই আসামির দেখা হয়। এরপর তাঁরা একসঙ্গে মিলে তরুণীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে সোহেল তাঁর বাসায় নিয়ে যান। এরপর অপর দুই আসামির সহযোগিতায় সোহেল তাঁর বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন।

এজাহারে ভূক্তভোগী তরুণী উল্লেখ করেন, ধর্ষণের পর সোহেল রোজারিও তাঁকে বলেন, এ ঘটনা কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকিধমকি দেন।

এ ঘটনার বিষয়ে আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে ঘটনার সম্পর্কে জানতে চাইলে ভূক্তভোগী তরুণী বলেন, ‘আমি অসুস্থ। আমি কথা বলতে চাই না।’ এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভূক্তভোগী তরুণী সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় ওই তিনজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামলার তদন্তকর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, গতকাল শুক্রবার ভূক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সাভার মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাটি অথ্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট