
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে সরকারি হালট এর জায়গা দখল করে চলছে বালু ভরাট, বাড়ি করার পরিকল্পনা।
১৬০ নং লস্কারপুর মৌজার ৪৮১ নং হালট যাহার দৈর্ঘ প্রায় ২ কিলোমিটার। হালটটি গ্রামবাসী যুগযুগ ধরে ব্যবহার করে আসছে।ফসলি মাঠ থেকে ফসল ঘরে তুলছে কৃষক। লস্কারপুর গ্রামের সালাম সরদার, আলেম সরদার,খালেক সরদার এরা তিন ভাই হালটের বেশকিছু জায়গা তাদের জায়গার সাথে দখল করে পাড়ি করে বালু ভরাট করছে।জানাযায় বালু ভরাট করে বাড়ি করবে।সরকারি হালটের জায়গা দখল করে বাণু ভরাট করায় হালট দিয়ে এলাকার মানুষের চলাচল পথ বন্ধ হওয়ায় গ্রামের মানুষ নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযোগটি নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ দেন।গ্রামবাসী অভিযোগপত্র সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এর কাছে দেন।
১৭ অক্টোবর ২০২৫ ইং