ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকালের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে বহু অভিযোগ থাকলেও এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ জানায়, বুধবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুলতান মাহমুদ মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘যৌথবাহিনী মন্টুকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
১৫ অক্টোবর ২০২৫