নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর রবিবার সকাল ১০ টায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি হলরুমে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জয়দেব কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, থানা প্রতিনিধি নুর মোহাম্মদ,সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকা পুশ করার মধ্য দিয়ে টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন।
ডঃ জয়দেব কুমার সরকার বলেন এবছর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।
উপজেলায় ৫৫ হাজার ২০৭ জন কে পর্যায় ক্রমে টিকাদান কেন্দ্র থেকে টাইফয়েড টিকা দেয়া হবে।
১২ অক্টোবর ২০২৫