কুমিল্লার মুরাদনগর নবীয়াবাদে মাদক মুক্ত যুব সমাজ গঠনের লক্ষে; অ্যাডভোকেট হাবিবুর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা; শনিবার (০৪ অক্টোবর ) ২০২৫ ইং বিকেল ৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শরিফ টিম বনাম ইসমাইল প্রবাসী টিম।
খেলার ফলাফল :
শরিফ টিম "রানার্স আপ" বনাম প্রবাসী ইসমাঈল টিম "চ্যাম্পিয়ন" ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট এর সভাপতি আবু বক্কর সিদ্দিক (সজল) এর সভাপতিত্বে এবং সামসুল হক মেহেদী ও জসিম এর পরিচালনায় ও হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও দায়রাজজ আদালতের স্বনামধন্য বিজ্ঞ এডভোকেট হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক বশির উদ্দিন আহমেদ, জননেতা আতিকুর রহমান, মাওলানা মোতালে সাহেব, সমাজসেবক আনোয়ার হোসেন, সাংবাদিক কবি ও কলামিস্ট:
মাও:মো.আনোয়ার হোসাইন, সাবেক ছাত্রনেতা তৌফিক হোসেন, ইকবাল হোসেন, জাহাঙ্গীর মাষ্টার, নাঈম ভূঁইয়া, সাইদুজ্জামান সোহাগ, সাজ্জাদ হোসেন সায়মন, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন প্রমূথ।
এছাড়া মামুন শাকিব, মাশরাফি, সিফাত, শুভ, সায়মুনসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এডভোকেট হাবিবুর রহমান মিনিবার টিভি কাপ টুর্নামেন্ট খেলা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ার দায়িত্বে ছিলেন সাংবাদিক মো.আনোয়ার হোসাইন
মিডিয়া পার্টনার:
দৈনিক একুশের বাংলা।