চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় এন•মোহাম্মদ গ্রুপের
সুপার লীগ ফুটবল টূর্ণামেন্ট গত শনিবার(৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় কধুরখীল্ মাওয়া টার্ফ মাঠে উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা এবং ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন এন•মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল হক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, এন•মোহাম্মদ গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার(সিএফও)মোঃ ফরমান তৈয়ব,চীফ অপারেটিং অফিসার (সিওও)মাসুদুর রহমান, চীফ বিজনেস অফিসার(সি বিও)মোস্তাক চৌধুরী, সহকারী মহাব্যবস্হাপক (প্রশাসন ও মানব সম্পদ) মোঃ আবু আলম, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম তোফায়েল আহমেদ, ডিজিএম আতিক রহমান সুমন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য যথাক্রমে সাংবাদিক এম আর তাওহিদ,এস এম শাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক,বিপ্লব জলদাস প্রমুখ। টুর্নামেন্টে গ্রুপ ভিত্তিক মোট ১২টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় অংশ নেয় এডমিন ওয়ারিয়রস বনাম কুলসুমা ইউনাইটেড।অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে এডমিন ওয়ারিয়রস বনাম কুলসুমা ইউনাইটেড ৩-৩ সমতায় শেষ হয়েছে।এন•মোহাম্মদ গ্রুপের সুপার লিগ ফুটবল টুর্নামেন্টে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে।