ফরিদপুরের ভাঙ্গায় শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান।
বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির, ভাঙ্গা বাজার কালী মন্দিরসহ একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন এবং ভাঙ্গা ট্রাফিক বিভাগের টিআই মোঃ কাজল।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের নির্দেশে মাঠ পর্যায়ে পরিদর্শন করা হচ্ছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব নির্ভয় ও নির্বিঘ্নভাবে পালন করতে পারেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সিআইডি, র্যাব, গোয়েন্দা ইউনিট এবং সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
উল্লেখ্য, এ বছর ভাঙ্গাসহ ফরিদপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।