1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বাঙ্গরায় খালের উপর সেতু না থাকায় মানুষের দুর্ভোগ চরমে! বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ – কানিজ ফাতেমা জুলাই গণঅভ্যুত্থান: জনগণ কতটুকু পেল সেই প্রাপ্তির স্বাদ? মুরাদনগরে পুকুরে গিলে খাচ্ছে এলজিইডি সড়ক ডিমলায় ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা”সমাবেশ কুমিল্লার দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ব্রীকে ২ বন্ধু পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার-২ মৌলভীবাজারে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন ভাঙ্গার পূর্ব আলগীতে জমি বিরোধে উত্তেজনা: নিজের লাগানো মেহগনি গাছ কাটতে বাধা

খুলনা – ৬ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি সাথে ঢাকা প্রেসক্লাব সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জিয়া ফাউন্ডেশনের পরিচালক ও প্রখ্যাত সাংবাদিক আমিনুল ইসলাম কাগজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সাক্ষাতে সাংবাদিক সমাজের চলমান সংকট, হয়রানি ও নিরাপত্তাহীনতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আওরঙ্গজেব কামাল আলোচনায় জানান, সম্প্রতি ‘নামে বেয়ে নামে ভুয়া ফেসবুক আইডি থেকে বিভিন্ন সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে সাংবাদিকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ও পেশাগত জীবনে হয়রানির শিকার হচ্ছেন। তিনি এসব ঘটনায় করণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন আমিনুল ইসলাম কাগজির। এ সময় নেতৃবৃন্দরা স্বৈরাচার মুক্ত সুবিদাবাদ বিরোধী এক্সপ্রেস’ নামের ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে অভিযোগ করে বলেন এখান থেকে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন অনুষ্ঠানের ছবিকে সংযুক্ত করে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অনলাইন সন্ত্রাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোর জাবির জানাই। আলোচনার জবাবে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম কাগজি বলেন, “আমি সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম, রয়েছি এবং আগামীতেও থাকবো। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা ওঠে। খুলনা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন,“আমি পাইকগাছা ও কয়রার সর্বস্তরের জনগণের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে ছিলাম, পাশে আছি এবং থাকবো। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এ আসনে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।সাক্ষাৎকালে সাংবাদিকদের অধিকার, অনলাইন হয়রানি-প্রতিরোধ, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয় পক্ষ গঠনমূলক মতবিনিময় করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী খুলনা-৬ (কয়রা – পাইকগাছা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ফ্যাসিস্ট শেখ হাসিনার শানসামলে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত প্রিয় মুখ। দক্ষিণ খুলনার এই কৃতি সন্তান কর্মগুণে খুব সহজেই কয়রা পাইকগাছার মানুষের প্রিয়জন হিসেবে পরিচিতি লাভ করেছেন। এলাকায় অসহায়, গরিব, দুখী মানুষের জন্য কাজ করে চলছেন নিরলসভাবে। কেবল আন্তরিক ও প্রাণবন্ত ব্যবহার দিয়েই নয়, অর্থ-মেধা-শ্রম দিয়েও মানুষের সুখ-দুঃখের সাথী হয়েছেন; সকলের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। ফ্রী স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে হাজারও রোগীকে সেবা দিয়ে নজির স্থাপন করেছেন। এলাকার এমন কোন কলেজ স্কুল মাদ্রাসা নেই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। পাইকগাছা কলেজে অনার্স কারিকুলাম সংযুক্ত করে পিছিয়ে পড়া এই এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে দিয়েছেন। স্কুল এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করে তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিএড ডিগ্রি সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।এলাকার মানুষের সেবায় তার কোনো ক্লান্তি নেই। নেই কোনো অবসর।কেন্দ্রীয়ভাবে তিনি ঢাকায় যেমন জনপ্রিয় কয়রা -পাইকগাছার মানুষের কাছেও তিনি খুব আপনজন। ষাটোর্ধ্ব বয়সে এসেও তিনি কাজ করে চলেছেন তরুণদের মতো। এমন একজন প্রাণচঞ্চল নেতাকে যদি এলাকার মানুষ এমপি হিসেবে পায় তাহলে পিছিয়ে পড়া উপকূলবাসীর জীবনমান আরো উন্নত হবে।। এ এ বিষয়ে আমিরুল ইসলাম কাগজী বলেন, প্রতি বছর আঘাত হানা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় কয়রা ও পাইকগাছার হাজারো মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। ঘূর্ণিঝড় বা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় রাস্তাঘাট, হাটবাজার, ফসলি জমি, বসতবাড়ি। এতে দীর্ঘদিন পানিবন্দি হয়ে থাকায় বাড়িঘর বা রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়ে পড়ে। উপকূলবর্তী এ জনপদে সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো অনেক দূরে দূরে অবস্থিত। আবার এর মধ্যে অনেক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক সংকট রয়েছে। কোনো কোনো জায়গায় চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় ওষুধ নেই। হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন বেহাল অবস্থা থাকায় প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে উপকূলের মানুষ চিকিৎসকের শরণাপন্ন হতে পারে না। বিভাগীয় শহর খুলনার আধুনিক ক্লিনিক হাসপাতাল থাকলেও সেখানে গিয়ে অতিরিক্ত খরচের কারণে তাদের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব হয়ে উঠে না। সেই সব মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যানারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করে আসছি।ঢাকা ও খুলনা থেকে অভিজ্ঞ চিকিৎসক নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করেছি। কারও ঢাকা নেওয়ার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করেছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। মানুষের ভালোবাসা পেয়েছি। যে কারণে এলাকার সেবক হিসেবে কাজ করতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি আমার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট