সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনী এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার বিএ-৭৭৩৭ লেঃ কর্ণেল সালাহ উদ্দিন আল মামুন, পিএসসি, জি+ উপজেলার গুরুত্বপূর্ণ মন্ডপগুলো পরিদর্শন করেন এবং আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুক্তি সংঘ পূজা মন্ডপে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারস্বরূপ খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করেন।
ঐ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়,এধরণের যেকোনো কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং যদি এধরনের কোনো বিষয় কারো নজরে আসে তাহলে অতি দ্রুত তা বোয়ালখালী আর্মি ক্যাম্পে অবগত করা,পূজা চলাকালীন ও পূজা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ ও আনাসার বাহিনীর পাশাপাশি মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা,এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হওয়া মাত্র আইন নিজের হাতে না তুলে বোয়ালখালী আর্মি ক্যাম্প ও স্থানীয় থানা পুলিশকে অবগত করার জন্য সকলকে অনুরোধ করেন।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রদানকৃত উপহারসামগ্রীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগির প্রয়াস ব্যক্ত করেন ও উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।