1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
Logo
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:৩৪ পি.এম

নজরুল ইসলাম বাবুঃ দাউদকান্দি মডেল থানার কবির ও ছেলে সোহেলের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসি কর্মকাণ্ডের নানা অভিযোগ অভিযোগে জানা যায় দাউদকান্দি এলাকার আওয়ামী শ্রমিক লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি কবির হোসেন পিতা মৃত জিতু মিয়া মাতা মৃত মালিনী বেগম সাং সবজিকান্দি পোষ্ট দাউদকান্দি থানা দাউদকান্দি জেলা কুমিল্লা ও তার ছেলে সোহেল, আওয়ামী লীগ শাসন আমলের ১৭বছর সন্ত্রাস মাদক চাদাবাজি দখলবাজি নারিদের যৌন হয়রানী সহ এমন কোন অপরাধ নেই যে তারা করেনী, এই বাবা ছেলের বিরুদ্ধে কেউ কথা বললে তখনি তাদের উপর নেমে আসে অমানবিক সন্ত্রাসী হামলা ও থানা পুলিশে মিথ্যা মামলা দিয়ে হয়রানী। তাই তাদের বিরুদ্ধে গত ১৭বছর কেউ কোন মুখ খোলেনি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু তার পরেও এই বাপ ছেলে কবির ও সোহেল তাদের সন্ত্রাসী চাদাবাজি মাদক ব্যাবসা, পুলিশ প্রসাসন কে বৃদ্ধা আংগুল দেখিয়ে করে বেরাচ্ছে।তারা এমন বাহিনী তৈরি করেছে যেই বাহিনীর কাছে এলাকার অনেক অসহায় পরিবার জিম্মি। অভিযোগে আরো জানা যায় পাশ্ববর্তি প্রতিবেশি নাছির কে ভয়ভিতি দেখিয়ে মাদক আনা নেওয়ার কাজ করাতো।যখনি নাছির রাজি হতোনা তখনি তার পরিবারের উপর চালাতো অমানবিক নির্যাতন তাদের কাছ থেকে রেহাই পাইনি নাছিরের ১৫ বছরের যুবতি মেয়ে তাকেও তারা রাস্তা ঘাটে যৌন হয়রানী সহ রাস্তা ঘাটে মারদর করে। এসব বিষয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করতে গেলে,কবির হোসেনের ভাই মাইনুদ্দিন কাজ করে থানায়, সেই সুবাদে থানার সকল পুলিশ কর্মকর্তার সাথে সু সম্পর্ক থাকার কারনে। ভুক্তভোগী নাছিরকে থানায় প্রবেশ করতে দেয় নাই। অনেক কস্ট করে গত কয়েকদিন আগে নাছির দাউদকান্দি মডেল থানায একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পর এ পযন্ত থানা থেকে কোন পুলিশ তদন্তে আসেনি। অভিযোগ করার পর এই পরিবার কে হুমকি দামকি দিয়েও শান্ত হয়নি, কবির বাহিনী তাদের ঘরে গিয়ে কবির ও তার বাহিনী দিয়ে অন্যায় ভাবে মারধর করে নাছিরের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে কবির বাহিনী সরে যায়।তখন নাছিরে পরিবার নাছির কে স্থানীয় মেডিকেলে ভর্তি করে। এখন এই নাছিরের অসহায় পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। এলাকাবাসীর অডিযোগ তাথের কাছে দেশি ও বিদেশি আস্র থাকার কারনে।এলাকার গন্যমান্য ব্যক্তি রা তাদের ভয়ে ও মান সম্মান হারানোর ভয়ে কিছু বলেনা।মুঠোফোনে দাউদকান্দি মডেল থানার ওসি জোনায়েদ সাহেবের সাথে কথা বললে। ওসি জোনায়েদ আশ্বাস দিয়ে বলে,ন আমি বিষয়টি  দেখছি সুস্ট তদন্ত করে দ্রুত মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তার করবো।