ফরিদপুরের ভাঙ্গায় “তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”— এই শ্লোগানকে সামনে রেখে আজিমনগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পুলিয়া বাজারের অলিগলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কররা চৌরাস্তা বালুমাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা ও আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেক সিকদার, যুবদল নেতা সাসচু মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দুপুর থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা সভায় যোগ দেন।
পথসভায় সভাপতিত্ব করেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন মুন্সি। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা কামরুল মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবা মীর প্রমুখ।
নেতাকর্মীরা সভায় বলেন, “আমরা গত ১৭ বছর ভাঙ্গার জনগণ নির্বাচনে ভোট দিতে পারিনি। ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে আজিমনগর ইউনিয়নবাসী বিএনপিকে ভোট দিয়ে আমাদের নেতা বাবুল ভাই ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ।”
পথসভা শেষে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন মাতুব্বরের নেতৃত্বে বিশাল মিছিল পুলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কররা চৌরাস্তা বালুমাঠে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।