কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভলস নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ইউএনও আবদুর রহমানের নেতৃত্ব এই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে হয়।
অভিযানে ট্রাভেল এজেন্সির লাইসেন্স না থাকায় আরিফ এয়ার ট্রাভেলসকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আবদুর রহমান বলেন, অভিযোগ আছে এই বাজারে বিভিন্ন ট্রাভেল এজেন্সি লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করে আসছে। তার প্রেক্ষিতে আরিফ এয়ার ট্রাভেলসকে লাইসেন্সবিহীন ভাবে ব্যবসা করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স গ্রহণপূর্বক ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।