
কুমিল্লার মুরাদনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার(১৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার নিমাইকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাতে নিয়মিত টহল কার্যক্রমে ছিলেন। এসময় থানার ডিউটি অফিসার মোবাইল ফোনে জানান যে, নিমাইকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। পরে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতায় ওই এলাকায় যৌথ অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালে নজরুল ইসলামের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকা অবস্থায় শিল্পী আক্তার (৩৮), স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়। তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে কালো রঙের মোবাইল ব্যাগে রাখা মোট ১৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৯টি প্যাকেটে ২০০টি করে মোট ১৮০০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন দাঁড়ায় প্রায় ১৯৫ গ্রাম।
পুলিশ আরও জানায়, জব্দ তালিকা প্রস্তুত করে ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরে ইয়াবা ও আটক নারীকে থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পী আক্তার স্বীকার করে যে তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।”