খুলনা জেলার আড়োংঘাটার এক সাংবাদিক পরিবার সন্ত্রাসী সুজন বাহিনীর ভয়ে সাংবাদিক আতঙ্কিত হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ঘটনার বিবরণে জানা যায়, খুলনায় আড়োংঘাটা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রধান আসামি সন্ত্রাসী সুজন সরকার, দিপু সরকার, সবুজ শেখ সহ ৭/৮ জন গতকাল বিকাল ৪ টা ৩০ মিনিটে আমি আড়ংঘাটা প্রেস ক্লাবের ভিতরে কাজ করতে ছিলাম এমতাবস্থায় আড়ংঘাটা প্রেস ক্লাবের দারজায় লাথি,লোহার রড,হাতুড়ি দিয়ে আঘাত করে এর পর আমি বাহিরে এসে জানতেচাই কি সমস্যা আমাকে এলোপাতাড়ি গালিগালাজ করে বলে তুই বড় সাংবাদিক হয়ে গেছিস আগামীকাল তুই মামলা তুলে নিবি। তা না হলে মহিলা দিয়ে তোর নামে মামলা করাবো আর তোকে মেরেফেলে ৩০২ ধারার একটা মামলা খাবো আরও বলে তেলিগাতীর আরিফ মাডার মামলায় আমি খালাস গেছি ।আমাকে আরও বলে তুই মামলা করেছিস পুলিশ, সেনাবাহিনী, ডিবি, র্যাব কোনো বাহিনী , আমি সুজন সহ কোনো আসামিদের বাড়ি যাওয়ার সাহস পাইনি, আরও বলেন এমামলায় আমাদের কিছু হবে না কোটে যাবো আর জামিন নিয়ে চলে আসবো। এর পর আমার মেঝো ভাই মোঃ সাদ্দাম হোসেন কে লাঞ্ছিত করে আমার ভগিনীপতি মোঃ বাচ্চু মল্লিক শলুয়া বাজার লালোনের চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় তাকেও মারধর করে এবং লাঞ্ছিত করে চলে যায় এবিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ খায়রুল বাশার কে ফোন ঘটনার বিষয় জানানো হয়েছে। এবং খুলনা সেনাবাহিনীর ক্যাম্পে বিষয় টা জানানো হয়েছে। এমত অবস্থায় আমি ও আমার পরিবার নিয়ে নিরাপাত্তাহীনতায় জীবন যাপন করছি। এ বিষয়টি দেখার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন সাংবাদিক মহল। এ বিষয়ে ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।