শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
রবিবার দিনভর উপজেলার টনকি ইউনিয়নের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিদর্শন করে বেলা দুইটায় বাইড়া এম এ স্কুল এন্ড কলেজে এসে বিভিন্ন শ্রেনীকক্ষে পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও মান যাচাই করা এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।
পরিদর্শনকালে তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ,পাঠদান পদ্ধতি এবং সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যেতে নির্দেশ দেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্ব দেওয়ার কথা বলেন।
ইউএনওর এই আকস্মিক পরিদর্শনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের এমন তদারকি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।