শ্রমজীবি কৃষক শ্রমিক সংঘের উদ্যোগে এবং এসএসসি-৯২ ব্যাচের স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকার-৯২ ও মানবকল্যাণ ফাউন্ডেশন-এর সহযোগিতায় অখণ্ড ভাঙ্গা রক্ষার দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঈদগাঁও মসজিদ মাঠসংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা রোড হয়ে কলেজপাড়ায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা নির্বাচন কমিশন ঘোষিত ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেমায়েত হোসেন এবং তত্ত্বাবধানে ছিলেন মোঃ আসাদুজ্জামান মোল্লা। এ সময় বক্তব্য রাখেন—
ডা. মোঃ রেজাউল করিম
মোঃ ইকবাল হোসেন বাবুল চাকলাদার
প্রভাষক হেদায়েত হোসেন
শওকত মোল্লা
বিএনপি নেতা সাঈদ মুন্সী
আকরাম হোসেন
ভিপি মিঠু মুন্সী
তুষার ভুইয়া
ইলিয়াস মাতুব্বর
ইউনুস মাতব্বর
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ভাঙ্গা উপজেলার কাউলী বেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের অঙ্গীকার-৯২ এর সদস্য মোঃ ইউনুছ আলী মাতুব্বরের নেতৃত্বে অসংখ্য নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি অঙ্গীকার-৯২ এর এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সর্বদা ন্যায়, অধিকার ও জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার সাহসী নেতৃত্ব, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার হয়। অংশগ্রহণকারীরা তাকে একজন সত্যিকারের সংগ্রামী ও জনগণের আস্থাভাজন নেতা হিসেবে প্রশংসায় ভাসান।