ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয় ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, ঢাকা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরীফ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাজরিজ মাতুব্বর, বধুজ্জামান তারা মোল্লা,যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,তৈবুর রহমান মাসুদ,ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিত তার বক্তব্য বলেন,ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ আমরা গড়ব।
তিনি আরো বলেন,
শহীদ জিয়া ১৯ দফা দিয়েছিলো তারেক রহমান দিয়েছে ৩১ দফা, ১৯৭৮ সালে ১৯ দফা থেকে ২০২৫ সালে ৩১ দফা পর্যন্ত গত ৫৩ বছরে যত উন্নয়ন হয়েছে বিএনপি'র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২৫