ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে যুক্ত করার গেজেটের প্রতিবাদে ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিকেল ৩টায় ভাঙ্গা গোলচত্বর এক্সপ্রেস টোল প্লাজার সামনে ও ওভারব্রিজের উপর থেকে শুরু হয়ে একযোগে ভাঙ্গা উপজেলার ছয়টি স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও মহাসড়ক অবরোধ হয়—
হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী ও পুকুরিয়া এলাকায়
আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া ও ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায়।
বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা থেকে মালিগ্রাম পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ সময় আন্দোলনকারীরা ‘নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা চাই ভাঙ্গা’—এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
বক্তারা বলেন, ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে নগরকান্দা-সালথার সঙ্গে যুক্ত করা একটি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। ভৌগোলিক, ঐতিহাসিক এবং প্রশাসনিক বাস্তবতার কথা চিন্তা করলে এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে বিতর্কিত গেজেট বাতিলের দাবি জানান।
এছাড়া বক্তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, এই সিদ্ধান্ত কার্যকর হলে দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ভাঙ্গা উপজেলা কেন্দ্রিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে।