মুরাদনগর সদর বাজারে যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করতে রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
যানজট নিরসনের জন্য ফুটপাত দখল করে ফলের দোকান করার অপরাধে এক দোকানদারকে ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজারের অন্যান্য দোকানের মূল্য তালিকা নিশ্চিত করার জন্য বলা হয় এবং এক দোকানদারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া মিষ্টির দোকানে মানব দেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করার কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মুরাদনগর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান।