1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বাঙ্গরায় খালের উপর সেতু না থাকায় মানুষের দুর্ভোগ চরমে! বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ – কানিজ ফাতেমা জুলাই গণঅভ্যুত্থান: জনগণ কতটুকু পেল সেই প্রাপ্তির স্বাদ? মুরাদনগরে পুকুরে গিলে খাচ্ছে এলজিইডি সড়ক ডিমলায় ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা”সমাবেশ কুমিল্লার দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ব্রীকে ২ বন্ধু পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার-২ মৌলভীবাজারে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন ভাঙ্গার পূর্ব আলগীতে জমি বিরোধে উত্তেজনা: নিজের লাগানো মেহগনি গাছ কাটতে বাধা

আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীর জেসান হোসেন তৃপ্তি:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের সোনামিয়া মার্কেটে যুবদলের কার্যালয়ে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়ারপুর ইউনিয়নের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান  মোঃ মঈনউদ্দিন বিপ্লব। তিনি এ সময় বলেন,১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলা রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালে ও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিনী আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। এ সময় নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান ভূঁইয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সাধারন সম্পাদক জাহিদুর রহমান নবী দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার,সাংগঠনিক মোঃ মনির হোসেন মোল্লা, সিনিয়র সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মোল্লা,আশুলিয়া থানা যুবদরের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ কিসমত আলী,ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রনি,মোঃ জাহিদ হাসান বিশ্বাস , ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহছানুল্লাহ ভূঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ  সিদ্দিকুর রহমান মিয়া,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের মোঃ হুমায়ুন কবির, রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বাবু ভূঁইয়া,মোঃ আনোয়ার হোসেন,মোঃ দুলাল মীর প্রমুখ। এ সময় বক্তারা আরো বলেন,ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতাকর্মীরা যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করে একটি নতুন বাংলাদেশ এনেছে। আজকে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, আমরা হয়েছি মুক্ত। নেতৃবৃন্দরা আরো বলেন, আগামী নির্বাচনে ঢাকা ১৯ আসন ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে এবং তারেক জিয়ার হাত কে শক্তিশালী করতে হবে। এ সময় নেতৃবৃন্দরা বলেন,আমরা জেলখানায় নিদারুন কষ্ট করেছি। মানবতর জীবন যাপন করেছি। রাজনৈতিক সহকর্মীরা দীর্ঘ ১৬ বছর  তাদের বাড়িতে থাকতে পারেননি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেকে আহত হয়েছে। আক্রমণের শিকার হয়ে কেউ কেউ মারা গিয়েছে। সকল দ্বিধাদন্ড ও মনের কষ্ট ভুলে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে । বক্তারা আরও বলেন, গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এসব অপকর্ম রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান। অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া,মোনাজাত ও তাবারক বিতারন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট