ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সামাজিক চেতনা হামিরদী যুব শক্তি সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ টুর্নামেন্টের ফাইনালে ছোট হামিরদী গোপিনাথপুর একাদশকে টাইব্রেকারে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২৭ আগষ্ট বুধবার বিকেলে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে একটি মটর সাইকেল ও বানার আপ দলকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।
ম্যাচের নির্ধারিত সময় গোল শুন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারে মাধ্যমে সমাপ্ত হয়। টাইব্রেকারে ১ম পার্টি শুটে উভয় দলই চারটি করে গোল করে। পরবর্তীতে উভয় দল একটি করে শুট করার সুযোগ পায় সেখানেই ছোট হামেরদী গোপিনাথপুর একাদ।শpw ১-০ গোলে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান মোল্লা এর পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও সহ সভাপতি হাফেজ মাহবুবুর রহমান।
এ সময় ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, পৌর শাখার সভাপতি হাফেজ ক্বারী নুর মোঃ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হাসান, হামিরদী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মহিউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, তুজারপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান, আলগী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।