ফরিদপুর রেকর্ড অফিস যেন ঘুষের হাটে পরিণত হয়েছে। প্রকাশ্যে টাকা লেনদেনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, রেকর্ড রক্ষক মাসুদ আলী মোল্লা (আসল নাম শাহাবুদ্দীন মোল্যা, পিতা–সুলতান মোল্যা, গ্রাম–জাহানপুর, মানিকদহ, ভাঙ্গা) গুনে গুনে ঘুষ নেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, দালাল চক্রের মাধ্যমে হাজার হাজার টাকা নিলেও কাজ সম্পূর্ণ করা হয়নি, বরং অতিরিক্ত টাকা দাবি করা হয়েছে। কেউ কেউ টাকা ফেরতও পাননি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, চাকরির সুবাদে তিনি কোটি টাকার আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার শাস্তি দাবি করে ভুক্তভোগীরা অবিলম্বে প্রত্যাহার ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা রেজিস্ট্রার বলেন, মাসুদ আলীকে তিন দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।