কুমিল্লা-সিলেট মহাসড়ককে দ্রুত ফোর লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে সাধারন ছাত্র -জনতা, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক এবং ব্যবসায়ীরা অংশ নেন। বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অবিলম্বে সড়কটি প্রশস্ত ও উন্নত করার জোর দাবি জানান।
তারা বলেন, মহাসড়কের সরু ও ভাঙাচোরা অবস্থা এবং যানজটের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।
বিক্ষোভে অংশ নেওয়া কাজী হাসান বলেন, “এই মহাসড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সামলাচ্ছে। কিন্তু সড়কটির প্রসস্ত না হওয়ায় দুর্ঘটনা বেড়েই চলেছে। আমরা দ্রুত ফোর লেন করার দাবি জানাচ্ছি।”
আরেক বিক্ষোভকারী কাজী নাছির
বলেন, “স্কুলে যাওয়া-আসার পথে বাচ্চারা প্রতিদিন ঝুঁকির মুখে থাকে। এ সড়ক প্রসস্তকরণ ছাড়া নিরাপদ চলাচল সম্ভব নয়, হাইওয়ে পুলিশ শুধু নামমাত্র দায়িত্ব পালন করেন। তাঁরা অবৈধ সিএনজি ও রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যাবস্হা নিচ্ছেনা ফলে দূর্ঘটনা ও যানজটে নাকাল সড়ক।”
বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১ টায় টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়কদিনে কুমিল্লা-সিলেট মহাসড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ বুড়িচং উপজেলার, ময়নামতি, কংশনগর, দেবিদ্বার উপজেলার চরবকার, বাড়েরা এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
বিক্ষোভকারীরা দ্রুত ফোর লেনের কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
এবিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, সড়কের কাজ হবে। ফান্ড সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ভারত যেই ঋণ সহায়তা দেওয়ার কথা ছিলো তা পাওয়া যায়নি। এখন অন্যদিকে ফান্ড খোঁজা হচ্ছে।