নীলফামারীর জলঢাকায় ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ধর্মপাল ইউনিয়নের গর ধর্মপাল মরহুম তৌহিদুল ইসলাম মাঠে এস কে ফাউন্ডেশনের সৌজন্যে উক্ত ফাইনাল খেলার আয়োজন করেন,আদর স্নেহা ফাউন্ডেশন,ও এ এস পি ক্যাডেট একাডেমি। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাতেমা আলোমের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, এসময় উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন
খেলার সহ সভাপতি জাহিনুর রহমান, এসময় সার্বিক সহযোগিতা করেন,ধর্মপাল ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি তারিফ ইসলাম টুর্নামেন্টে যেদল দুটি ফাইনালে অংশ নেন গড় ধর্মপাল ফুটবল একাদশ বনাম জলঢাকা তাহসিন ফুটবল একাদশ আট টিমের ফুটবল টুর্নামেন্ট টির উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় ৮ আগস্ট উক্ত ফাইনাল টুর্নামেন্টে জলঢাকা তাহসিন ফুটবল একাদশ দুই জয়লাভ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র কমেট চৌধুরী বলেন আগামী বাংলাদেশে বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই।
সট, সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী।