আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে ব্যাপক সাড়া ফেলেছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও জনপ্রিয় নেতা মাওলানা মোহাম্মদ ছরোয়ার হোসেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ৩ শতাধিক গাড়ি ও অসংখ্য মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেন।
ভাঙ্গার রশিবপুরা দাখিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে ঘারুয়া ও শরিফাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এতে শত শত মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাস অংশ নেয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জামায়াতের সূরা সদস্য ইমদাদুল হক এয়াদালু, ঘারুয়া ইউনিয়নের আমির মোঃ বসির মাস্টার, সেক্রেটারি আব্দুস সালাম খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা ছরোয়ার হোসেন বলেন,
“আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছি। চার আসনকে মাদক, দুর্নীতি, জবরদখল ও চাঁদাবাজি মুক্ত করতে চাই। হিন্দু-মুসলিম সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। দাঁড়িপালা মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “আমি ভোট চাইতে গিয়ে কারও কাছে মাথা নত করতে দ্বিধা করি না। পথচারী, দোকানদার, ভ্যানওয়ালা, রিকশাওয়ালাসহ সাধারণ মানুষের কাছেই আমি বিনীতভাবে ভোট চাই। জনগণই আমার শক্তি, জনগণই আমার ভরসা।”
উল্লেখ্য, মাওলানা ছরোয়ার হোসেন ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচনে টিউবওয়েল মার্কায় বিপুল ভোটে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেন। তিনি একজন উদার ও সৎ রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। তাঁর গ্রামের বাড়ি চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামে। গ্রামবাসীর মুখে শোনা যায়, তিনি ভদ্র, শান্ত ও অসহায় মানুষের প্রকৃত সহযোগী।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সততা, জনপ্রিয়তা ও উন্নয়নমুখী কর্মসূচির কারণে আসন্ন নির্বাচনে মাওলানা ছরোয়ার হোসেন ফরিদপুর-৪ আসনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।