ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা দুই দিন ব্যাপী সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় চত্বরে এবং শনিবার মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু সেবায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত থেকে ছানি পড়াসহ নানা চক্ষু সমস্যায় ভোগা গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
এই কার্যক্রম আয়োজন করে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন, বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এবং ইস্পাহানি চক্ষু চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল। ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
উদ্বোধনী বক্তব্যে মুজাহিদ বেগ বলেন,
“আমার পরিবার সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। যারা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত, তাদের পাশে থেকে সহযোগিতা করছি। যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং ভয়াবহ মাদকের হাত থেকে দূরে রাখতে আমি নিয়মিত কাজ করছি।”
তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। আগামি ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন হাজার রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।
যুব সমাজের জন্য নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন,
“শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি, যাতে তারা সুস্থ বিনোদনে যুক্ত হতে পারে।”
স্থপতি মুজাহিদ বেগের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও বিরল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।