সেনাবাহিনীর অভিযানে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে এক জনকে। গত ২২ আগষ্ট শুক্রবার বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ কড়লডেঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল এর নেতৃত্বে সেনাবাহিনী চৌকষ দল অভিযান চালিয়ে একটি সিএনজিতে ৪৯০ লিটার দেশীয় চোলাই মদ সহ সিএনজি ড্রাইভার বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার হাফের আহম্মদের ছেলে মোঃ সোহেল (৩৩) গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য যে জৈষ্ঠ্য পুরা,আমুচিয়া গুচ্ছ গ্রাম,রাবার বাগান,নতুন বাজার তালুকদার পাড়া,মৌলবী বাজারস্হ বোয়ালখালী -পটিয়া থানার বর্ডার এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার লিটার দেশীয় চোলাই মদ জেলার বিভিন্ন স্থানে নিরাপদে বিক্রয়ের জন্য নিয়ে যেতে দেখা যায়। সেনাক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল প্রধান জানান বেশ কয়েক বছর ধরে একটি চক্র কড়লডেঙ্গা এলাকায় মদের ব্যবসার কার্যক্রম করে আসছে।চক্রটির অন্যান্য সদস্যদের আটক করার জন্য বোয়লখালী আর্মি ক্যাম্প জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।