ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় মাঠে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে চুমুরদিয়া ও ঘারুয়া ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় ছানি পড়া রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চক্ষু সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক। এ আয়োজনের উদ্যোগ নেয় আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল।
শিবিরের উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—
“আমার পরিবার সবসময় অসহায় মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে আসছে। চিকিৎসা বঞ্চিত মানুষের সহযোগিতায় আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার গরিব চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি।”
তিনি আরও জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছেন।
আগামীতে নির্বাচিত হলে এলাকার তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে ফরিদপুর-৪ এলাকায় দুই থেকে তিন হাজার অসহায় মানুষের ছানি অপারেশনের ব্যবস্থা করবেন বলেও ঘোষণা দেন।
চিকিৎসা শিবির ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।