ফরিদপুর নগরকান্দায় জন্মাষ্টমী উৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বক্তব্যে বলেন “জুজুর ভয় থেকে হিন্দু সম্প্রদায় কে বেরিয়ে আসতে হবে”।
আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়িয়ে নৌকায় ভোট না দিলে হিন্দু সম্প্রদায় তারা দেশে থাকতে পারবে না।বিএনপিকে ভোট দিলে তাদের বাড়িঘর ভাঙচুর সহ তাদের উপর জুলুম নির্যাতন ভয় দেখানো হয়েছে।এ সকল মিথ্যা জুজুর ভয় থেকে বেরিয়ে আসতে হবে হিন্দু সম্প্রদায়কে।
ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ ৫২৫১ তম জন্মাষ্টমী।এই উপলক্ষে নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ পূজা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় আয়োজন।
উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে সমবেত হন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ধর্মীয় গান পরিবেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন উৎসবে। শিশু-কিশোরদের অংশগ্রহণে শোভাযাত্রা ও ‘কৃষ্ণ লীলা’ নাট্য পরিবেশনও ছিল বিশেষ আকর্ষণ।
এসময় গোসাই দাস মালোর সভাপতিত্বে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ আবুল হাসান মিয়া
১৬ আগস্ট ২০২৫