1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নির্বাচিত নগরকান্দায় নেশার টাকা না-পেয়ে নিজের ঘনে আগুন লাগিয়ে দিলো যুবক কুমিল্লার দেবীদ্বারে সওজের খানাখন্দ সড়কে মাছ ছেড়ে হাসনাত আবদুল্লাহ’র প্রতিবাদ ভাঙ্গায় স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প জনসেবায় দৃষ্টান্ত স্থাপন — “মানবসেবাই আমার জীবনের আসল রাজনীতি” ভাঙ্গায় স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প পাঁচবিবিতে ভুমি তথ্য ও সংশোধন ক্যাম্পের উদ্বোধন বোয়ালখালীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গোমদন্ডীতে বিএনপির সমাবেশে – এরশাদ উল্লাহ কুমিল্লার বাঙ্গরায় খালের উপর সেতু না থাকায় মানুষের দুর্ভোগ চরমে! বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ – কানিজ ফাতেমা

নদী গিলছে গ্রাম, আহাজারি তিস্তাপাড়ে

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

*তিস্তায় ভয়াবহ ভাঙনে শতাধিক পরিবার বাস্তুচ্যুত, স্কুল-মসজিদ বিলীন হওয়ার পথে; সীমান্ত পিলার সরার ঝুঁকি, স্থায়ী বাঁধের দাবি তিস্তাপাড়বাসীর

 

 

>নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়ি বাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী-খালিশা চাপানি ইউনিয়নের তিস্তাপাড়ে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন কিসামত চর প্রায় বিলীন হয়ে গেছে। সেখানে থাকা প্রায় ৮০টি পরিবার ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। ভাঙনের কবলে পড়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে সীমান্ত পিলার সরার ঝুঁকি তৈরি হবে, যা ভবিষ্যতে সীমান্ত জটিলতা বাড়াতে পারে।

আজ ১১ আগস্ট, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস সূত্রে জানা গেছে, দুপুর ২ টায় তিস্তানদীর পানি বিপদসীমার ৫ সেমি উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদীর নিম্নাঞ্চল ডুবে গেছে। থানার হাট বিজিবির কোম্পানি কমান্ডার জানান, কিসামত চরের সীমান্ত ব্লক পিলারগুলো প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।

খগাখড়িবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন কিসামত ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা বেগম বলেন, “কিসামত চর থেকে বাস্তুচ্যুত প্রায় সব পরিবার পাগলাপাড়া ও ছাতনাই কোলনীর বেড়িবাধে আশ্রয় নিয়েছে। ভাঙন আরও কয়েকদিন চললে আমাদের স্কুল নদীতে মিশে যাবে। শিক্ষার্থীরা পড়াশোনা বন্ধ করে দেবে।”

কিসামত চরের কৃষক আনিসুর রহমান (৫০) বলেন, “নদী আমাদের আবাদি জমি খেয়ে নিচ্ছে। ফসল, ঘর সব কিছু হারিয়েছি। কোথায় যাব, বুঝতে পারছি না।”

অপরদিকে, খালিশা চাপানি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ছোটখাতা ২ নম্বর গ্রোরিং পশ্চিম মাথা থেকে টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী নুরল মেম্বারের বাড়ির রাস্তার মাথা পর্যন্ত নদীর তীরজুড়ে ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। পাশাপাশি টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী ও পূর্বখড়িবাড়ী গ্রামে অতিবন্যায় ছয়টি শাখা একযোগে মানুষের ফসল নষ্ট করছে।

পূর্বখড়িবাড়ী গ্রামের কৃষক বাহাদুর (৬০) বলেন, “এবারের ফসল তোলার আগেই জমি নদীতে মিলিয়ে গেছে। ব্যাংকের ঋণ কিভাবে শোধ করব?”

গত ১০ আগস্ট, রংপুর পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ সরফরাজ বান্দা, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধারি ও সহকারী নির্বাহী প্রকৌশলী ছালামত ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

রিভারাইন পিপল নীলফামারী জেলা সংগ্রামী সমন্বয়ক আব্দুল ওদুদ বলেন, “তিস্তাপাড়ে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে যাচ্ছে। আমরা গত ৮ আগস্ট পাঁচটি পয়েন্টে মানববন্ধন করেছি। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ না হলে অদূর ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটবে।”

ডিমলা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না ৯ আগস্ট ভাঙন এলাকা পরিদর্শন করে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, “পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া জরুরি জিও ব্যাগ দিয়ে ডাম্পিং শুরু হয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গ্রোরিং থেকে পূর্ব খড়িবাড়ী দীঘিরপাড় পর্যন্ত জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।”

স্থানীয়রা সতর্ক করে বলেছেন, স্থায়ী বাঁধ না হলে শুধু গ্রাম নয়, সীমান্তের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

বার্তাপ্রেরক:
মো: আলমগীর হোসেন,
ভ্রাম্যমাণ প্রতিনিধি
দৈনিক একুশের বাণী
01747-899012

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট