গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নগরকান্দা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) সকালে নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে, প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী চলমান মানববন্ধনে ”সাংবাদিক তুহিন হত্যার সকল আসামীদের গ্রেপ্তার ও দ্রুত আইনে বিচারের দাবী জানিয়েছেন উপস্থিত সাংবাদিকরা।
মানববন্ধনে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংবাদিক লিয়াকত হোসেন, বেলায়েত হোসেন লিটন, মিজানুর রহমান, মিজান বাবু, সাইদুর রহমান বাবলু, শামচুল হুদা হুদু, শফিকুল খান জনি, শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক নিজাম নকিব,আবু নাছির, আরিফুজ্জামান হিমন, শাহ জালাল প্রমুখ।