ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোছা: বৃষ্টি বেগম (৩০)। তিনি স্থানীয় কালাম শেখের মেয়ে এবং প্রবাসী ইসমাইলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ঢাকার ধামরাইল এলাকার প্রবাসী ইসমাইলের সাথে বৃষ্টি বেগমের বিবাহ হয়। স্বামী প্রবাসে থাকায় তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। তার বড় মেয়ের বয়স ৮ বছর এবং ছেলের বয়স দেড় বছর।
সোমবার বিকেলে প্রবাসে থাকা স্বামী বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তার ভাই বিল্লাল শেখ মোবাইল নিয়ে গিয়ে টাকা উত্তোলন করেন। এলাকাবাসীর দাবি, এর আগেও বিল্লাল শেখ একাধিকবার একই আচরণ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে ও মানসিক কষ্টে বৃষ্টি বেগম আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায়।
তবে পরিবারের দাবী সে রাগ হলেই গলায় রশি নিতে যায় এমন একাধিকবার আমরা ফিরিয়েছি।আজ না দেখার কারণ ঘটনাটি ঘটে গেছে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে সেখানে যাই ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আসি এবং পোস্টমর্টেম করতে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।