কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের হাটাশ শ্যামা কালী মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মন্দিরে ঢুকে এ ভাংচুর চালায় বলে অভিযোগ করেন মন্দিরের পুরোহিত ।
এদিকে এ ঘটনায় পুলিশ সাইফুল (২৮) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক সাইফুল নবীয়াবাদ গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।
স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটাশ গ্রামের কালী মন্দিরে মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালায়।
এ সময় তাঁরা মন্দিরের একটি দেয়ালের রেলিং ভেঙ্গে মন্দিরে ঢুকে এবং কালী মূর্তির শরীর থেকে কাপড় খুলে বাইরে ফেলে দেয়। পরে মন্দির ও নাটমন্দিরে থাকা বিভিন্ন ছবি ভাংচুর করে মন্দিরের ক্ষতি সাধন করে।
এক পর্যায়ে দুর্বুত্তরা নাট মন্দিরের মাঝখানে 'মলত্যাগ' করে পালিয়ে যায়।
মন্দিরের পুরোহিত শংকর দেবনাথ ও প্রতিবেশী উত্তম দেবনাথ বলেন,'রাত ৪ টার দিকে মন্দিরে ভাংচুর হচ্ছে, এমন শব্দে মন্দিরে এসে দেখি, দুর্বত্তরা মন্দির ও নাটমন্দিরে ব্যাপক ভাংচুর করে পালিয়ে যাচ্ছে। তবে পালানোর সময় সাইফুল নামের একজনকে চিনতে পেরে ধরার চেষ্টা করি।'
কালী মন্দিরের সেক্রেটারী মনু দেবনাথ বলেন,'এ ঘটনার পর স্থানীয় হিন্দুদের মাঝে আতংক দেখা দেয়। পরে আমি বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা করেছি।'
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসে কুমিল্লা উত্তর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দুলাল দেবনাথ ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক সাহা বলেন,'এরকম জঘণ্য ঘটনার নিন্দা জানানোর ভাষাও আমাদের জানা নেই। মন্দিরের মাঝখানে 'মলত্যাগ' করার বিষয়টি খুবই দু:খজনক। আমরা দোষীদের কঠোর বিচার দেখতে চাই।'
পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ বলেন, মন্দির ভাঙচুরের ঘটনা জানতে পেরেছি। ঢাকায় হাসপাতালে অবস্থান করায় আমার প্রতিনিধি হিসেবে মেম্বারকে পাঠিয়েছি। সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি দুঃখজনক।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মাহফুজুর রহমান বলেন,' মন্দির ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এঘটনায় সাইফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকী আসামীদের আটক অভিযান অব্যাহত।
উল্লেখ্য: সরে জমিনে গিয়ে জানা যায় আটক সাইফুল মাথায় সমস্যা সে দীর্ঘদিনের পাগল হিসেবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।