নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা উত্তর পাড়া (খাওড়াহাটি)গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী শামীম মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে।
৬ আগস্ট বুধবার দিবাগত রাতে বাড়ির একতলা ভবনের মেইন দরজার তালা ভেঙ্গে চর চক্র ঘরে প্রবেশ করে।ঘরের আলমারি শোকেস এর ডয়ার ভেঙ্গে নগদ এক লাখ টাকা ও প্রায় চার ভরি ওজনের স্বর্ণের গহনা
হাতি নেয় চোর চক্র।ঘটনা রাতে শামীম মিয়ার মা ছকিনা বেগম বাড়িতে ছিলেন না।
ছকিনা বেগম বলেন,বুধবার সকালে নগরকান্দা বাজারে যাই সেখান থেকে আমার মেয়ের বাড়ি পাশের গ্রামে বেড়াতে যাই।সকালে ঘরে চুরি হয়েছে খবর পেয়ে বাড়িতে আসি।বাড়িতে এসে দেখি সোনা গয়না নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোর।
তবে এ বিষয়ে শামীম মিয়ার বোনজামাই ওহিদ মেম্বার বলেন আমি থানায় অভিযোগ দিতে যাচ্ছি।শামিম মিয়া দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন।বাড়িতে লোকজন না থাকায় সহজে চোরেরা চুরি করে নেয়।