বাবুবাজার থেকে হাজারীবাগ পর্যন্ত রাস্তার করুন অবস্থা৷।
জনসাধারণের দূর্ভোগ চরমে। গোটা বাংলাদেশে যত গুলো রাস্তা আছে তার মধ্যে বাবু বাজার থেকে সেকশন পর্যন্ত মহা গুরুত্বপূর্ণ রাস্তা কারন চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, নবাবপুর, ইসলামপুর বাংলাদেশের বড় পাইকারী মার্কেট কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় বাবুবাজার ব্রীজ হতে সেকশন পর্যন্ত রাস্তার করুণ অবস্থা অথচ সামান্য পরিশ্রমে রাস্তাটা ভালো করা সম্ভব। এই রাস্তার পাশেই বুড়িগঙ্গা নদী রাস্তার পানি যাতে সহজে নদীতে নেমে যেতে পারে সে জন্য রাস্তার পাশের দেয়ালে গর্ত করাই আছে যাতে রাস্তার পানি সহজে নদীতে নেমে যেতে পারে কিন্তু কিছু দুষ্ট লোক গর্ত গুলোর মুখ বন্ধ করে রেখেছে ফলে পানি জমে একদিকে যেমন গুরুত্বপূর্ণ রাস্তায় পানি জমে লাখ লাখ মানুষের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে তেমনি প্রায়শই দুর্ঘটনার স্বীকার হয়ে মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। রাস্তার ময়লা গুলো পরিস্কার করা খুব কঠিন কাজ নয়।ফলে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সুপারিশ রইলো।