আজ ৩০ জুলাই ২০২৫ ইং, দৈনিক একুশের বাণী ও দৈনিক একুশের বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জনাব আশরাফ সরকার স্যারের ৬১তম জন্মবার্ষিকী।
এই বিশেষ দিনটিকে ঘিরে পত্রিকাটির সকল বিভাগে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। একুশের বাণী পরিবারের পক্ষ থেকে স্যারের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, ফুলেল অভিনন্দন ও হৃদয়ের শ্রদ্ধা।
একুশের বাণী পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক, লেখক, কলামিস্ট, বিজ্ঞাপনদাতা, কর্মকর্তা-কর্মচারী, পরিবেশক ও প্রিয় পাঠকমহল এই দিনে একযোগে প্রিয় সম্পাদক মহোদয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নিরবিচারে কল্যাণ কামনা করেছেন।
জনাব আশরাফ সরকার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক উজ্জ্বল আদর্শ হিসেবে। তাঁর হাতে গড়া একুশের বাণী আজ দেশের গণমানুষের কণ্ঠস্বর, সত্য ও ন্যায়ের পক্ষে এক নির্ভীক মাধ্যম।
পত্রিকার একাধিক সিনিয়র সাংবাদিক বলেন, "স্যার শুধু একজন সম্পাদক নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর নেতৃত্বেই একুশের বাণী আজ দেশের গণমাধ্যমে একটি আস্থা ও মর্যাদার নাম হয়ে উঠেছে।"
জন্মদিন উপলক্ষে আজ একুশের বাণী অফিসে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একুশের বাণী এবং একুশের বাংলা পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা—
"শুভ জন্মদিন, আশরাফ সরকার স্যার। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও দীপ্তিময়।"