নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন এর ফুলসুতি গ্রামের মৃত আব্দুস সামাদ শেখ এর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (সাহেদ আলী শেখ) তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রতিবেশী ওহিদুজ্জামান খোকন চৌধুরীর মিথ্যা মামলা শিকার হয় বলে অভিযোগ করেন।
১৭৮ নং ফুলসুতি মৌজার ৫ নং খতিয়ানের ৪৬০ দাগে মোট সম্পত্তি থেকে মৃত ইসারত কাজীর ছেলে শুকুর কাজী গংদের নিকট থেকে ১ একর ৪৮ শতাংশ জমি দলিল মূলে কিনে বিগত পাঁচ চল্লিশ বছর ধরে ভোগ দখল করে আছে মৃত আব্দুস সামাদ শেখ এর পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম শাহেদ আলী।
উক্ত সম্পত্তি দাবি করে প্রতিবেশী মৃত সালাম চৌধুরীর ছেলে মোঃ ওহিদুজ্জামান চৌধুরী খোকন এর মিথ্যা মামলায় হয়রানির শিকার সাইফুল ইসলাম সাহেদ আলী।গত ২২ নভেম্বর ২০২৪ সালে জবর দখলের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালত ফরিদপুর মোঃ ওহিদুজ্জামান চৌধুরী (৬৭) পিতা- মৃত সালাম চৌধুরী গ্রাম- ফুলসুতি থানাঃ নগরকান্দা, বাদী হয়ে মোঃ সাইফুল ইসলাম সাহেদ আলী শেখ গংদের নামে মিথ্যা মামলা করেন।
জমির মালিক সাইফুল ইসলাম সাহেদ আলী শেখ বলেন, আমার পিতা মৃত সামাদ সেখ ৪৫ বছর আগে ভবুকদিয়া মৃত শুকুর কাজি গংদের নিকট থেকে ক্রয় সূত্রে জমির মালিক।সেই সুত্রে বর্তমান মালিক আমরা।জমি আমাদের ভোগ দখলে।জমি দাবি করে ৪৩ বছর পরে তৃতীয় পক্ষ সেজে ওহিদুজ্জামান খোকন চৌধুরী মামলা করে।
এবিষয় ওহিদজ্জান চৌধুরীর বাড়িতে গিয়ে না পাওয়ায় তার মোবাইল নাম্বার ০১৮৩০৪৬৬৭২৯ ফোন দিলে বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
স্হানীয় লোকজন অনেকেই বলেন, জমির বর্তমান মালিক সাহেদ আলী শেখ গং। ভোগ দখলেও সাহেদ আলী সেখ গং রয়েছে।