নগরকান্দায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে ছুটে যায় ইউএনও। ১৯ জুলাই শনিবার উপজেলার ফুলসুতি ইউনিয়ন এর বাউতিপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন মালিক মাহাবুব মাস্টার। এলাকাবাসী বালু উত্তোলনের বিষয় ইউএনও কে জানাইলে তৎক্ষনাৎ বালু উত্তোলন স্হানে গিয়ে অভিযান পরিচালনা করেন।সেসময় বালু উত্তোলন কারীদের কাউকে না পাওয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ কিছু জব্দ করেন।মাহাবুব মাস্টার উপজেলার একাধিক স্হানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন । গত শুক্রবার ডাঙ্গী ইউনিয়ন এর চৌসারা গ্রাম থেকে অভিযান চালিয়ে মাহাবুব মাস্টার এর একটি ড্রেজার মেশিন বালু উত্তোলন বন্ধ করেন উপজেলা প্রশাসন।
অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাসের পর মাস বালু উত্তোলন করছেন মাহাবুব মাস্টার। অভিযান করলেও থামছেনা বালু উত্তোলন। একদিকে অভিযান শেষ না হতেই শুরু হয় বালু উত্তোলন। প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাহাবুব মাস্টার বছর জুড়ে বালু উত্তোলন করে চলছে। কয়েকটি স্পটে বছর জুড়ে বালু উত্তোলন করে প্রায় কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে জানা গেছে।
বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন মালিক মাহাবুব মাস্টার বলেন,অনেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ব্যবসা করছে আমি করলে দোষ কি।অভিযান হলে কি আর বালু কাটা ঠেকে থাকে।
ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দবির উদ্দিন বলেন,উপজেলার যেখানেই অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করবে খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে। এমন কাজে সর্বদা আমাদের প্রশাসন প্রস্তুত রয়েছে।