ভাঙ্গায় প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে করেছেন, ফরিদপুর -৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার ও মিথ্যাচার করে কাল বেলা পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে তার কোন ভিত্তি নেই। আমাকে হেয়প্রতিপন্ন ও আমার সুনাম ক্ষুন্ন করার যে অপচেষ্টা চালানো হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা এগুলো করছেন তাঁদেরকে এই প্রতিহিংসার পদ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।