জীবনের চলার পথে এগিয়ে যাবার সময়, আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় যে, তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের বন্ধু।
জীবনের প্রতিটি সময়ে বন্ধুরা আমাদের পাশে থাকে। যখন দুঃখে ভেঙে পড়ি, তখন তাদের সান্ত্বনা আমাদের মনকে শান্ত করে। যখন আনন্দে উচ্ছ্বসিত হই, তখন তাদের উৎসাহ আমাদের আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে।
কিন্তু মাঝে মাঝে বাস্তবতার কারণে আমাদের সেই প্রাণের বন্ধুদের ছেড়ে কেউ কেউ দূর প্রবাসে, কিংবা চাকরি সুত্রে দূরে যেতে হয়। আর তখন আমাদের প্রাণের বন্ধুদের সাথে কাটানো সময়কে মিস করি। আজ সেই এক বন্ধুদের সাথে দেখা হল সময় নিয়ে অনেক আলোচনা করলাম। আলোচনার মুহূর্তে আমার সানোয়ার কাকার ক্যামেরায় বন্দি হলাম।