রংপুরের পীরগঞ্জে কিন্টার গার্টেন পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে । এদিকে ঘটনার পরপরই প্রতিষ্ঠানের পরিচালক এলাকা থেকে আত্মগোপন করেছেন। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক । ঘটনাটি ঘটেছে রংপুর পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে অবস্থিত দি নিউ অক্সফোর্ড কিন্টার গার্টেন প্রতিষ্ঠানে । গত মঙ্গলবার ৮ জুলাই তারিখে ভুক্তভোগী ছাত্রীর মাতা প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ কামালকে (৪২) অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, আরবী আক্তার (১২) উক্ত প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ছাত্রী । ভুক্তভোগী ছাত্রীর মাতা অভিযোগ করেন, গত সোমবার ৭ জুলাই প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ কামাল তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এর ভয়ে তার মেয়ে প্রতিষ্ঠান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে । মেয়ের কাছে স্কুল থেকে অসময়ে চলে আসার কারণ জানতে চাইলে আরবি জানায় পরিচালক হারুন অর রশিদ কামাল স্যার তাকে প্রতিষ্ঠানের কেবিনে ডেকে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ওইদিনই ছাত্রীর মা রিক্তা বেগম বাদী হয়ে কেজি স্কুলের পরিচালক হারুন অর রশিদ কামালের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ তদন্ত সাপেক্ষে ৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি রুজু হয় । যাহার মামলা নং ১১ । র্দীর্ঘদিন থেকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে তাকে একাধিকবার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। ধর্ষণ চেষ্টার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় ভাবে দফা-রফার চেষ্টা চালানো হয়েছে বলে জানা গেছে । এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষক হারুন অর রশিদ কামালের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি অন্য লোকের দ্বারা রিসিভ করার কারণে কোন বক্তব্য পাওয়া যায়নি। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে মামলাটির রুজু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আসামিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।